Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২৪

শেরপুর জেলার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি” শীর্ষক প্রকল্পের উদ্যোগে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2024-11-09

   লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি” প্রকল্প কর্তৃক শেরপুর জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ০৯ নভেম্বর, ২০২৪ খ্রি: তারিখ শনিবার "Awareness Building on Constitutional and Legal Rights" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তরফদার মাহমুদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী উক্ত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সাংবিধানিক ও আইনি অধিকার বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক জনাব ড. মোহাম্মদ মহিউদ্দীন। কর্মশালায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সিভিল সার্জন, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক কমিটির প্রতিনিধি, মানবাধিকার কর্মী, আইনজীবী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি, প্রতিবন্ধী, দরিদ্র ও অবহেলিত নারী শিশুদের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব জনাব মোঃ মাহবুবুর রহমান ও যগ্মসচিব জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।