Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০২৪

মাননীয় সচিব

ড. হাফিজ আহমেদ চৌধুরী

সচিব 

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

 

ড. হাফিজ আহমেদ চৌধুরী ০১ সেপ্টেম্বর, ১৯৬৯ খ্রিষ্টাব্দ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি নবাবপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা হতে এসএসসি, ঢাকা কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া হতে এমফিল ও ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০ জানুয়ারি, ২০০০ খ্রিষ্টাব্দ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং উইং (বর্তমানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ)-এ চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে একই মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং), উপসচিব (ড্রাফটিং), যুগ্মসচিব (ড্রাফটিং) এবং অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি লাভ করেন। তিনি সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ১৯৯৪ সাল হতে অধস্তন আদালতে এবং ১৯৯৬ সাল হতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

 ড. হাফিজ আহমেদ চৌধুরী গত ০১ জানুযারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ হতে সচিবের দায়িত্বে, ২৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে সচিব পদের চলতি দায়িত্বে এবং ১৯ নভেম্বর, ২০২৪  খ্রিষ্টাব্দ তারিখে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে যোগদান করেন। চাকরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন।

চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক সংগঠনের সাথেও জড়িত। তিনি কমনওয়েলথ এসোসিয়েশন অব লেজিসলেটিভ কাউন্সেল, এশিয়ান এসোসিয়েশন অব লেজিসলেটিভ কাউন্সেল, বাংলাদেশ আইন সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন-এর জীবন সদস্য। শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তিনি ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।