লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়নকৃত সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আনিছুন নবী’র অবসরগমন উপলক্ষ্যে ০৩ মার্চ ২০২৫ তারিখ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি (ভার্চুয়ালি) হিসেবে উপস্থিত ছিলেন এ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। উক্ত বিদায়ী অনুষ্ঠানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব মোঃ শামছুদ্দীন মাসুমসহ এ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।