Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2024-04-25

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি” প্রকল্প কর্তৃক কক্সবাজার জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ এপ্রিল , ২০২৪ খ্রি: তারিখে "Awareness Building on Constitutional and Legal Rights" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কক্সবাজার  জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইয়ামিন হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ রফিকুল ইসলাম ও কক্সবাজার  জেলার  জেলা ও দায়রা জজ জনাব আবদুল মজিদ।

 কর্মশালায় সাংবিধানিক ও আইনি অধিকার বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন।  কর্মশালায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী, আইনজীবী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি, প্রতিবন্ধী, দরিদ্র ও অবহেলিত নারী শিশুদের প্রতিনিধিসহ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব জনাব এ কে মোহাম্মদ হোসেন অংশগ্রহণ করেন।