Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০২৪

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চূড়ান্ত করার লক্ষ্যে কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-05-05

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. হাফিজ আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে এ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চূড়ান্তকরার লক্ষ্যে ০৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব জনাব মোঃ গোলাম সারওয়ার। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এমপি। 

কর্মশালায় ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া কর্মসম্পাদন চুক্তির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর টিম লিডার ও যুগ্মসচিব(ড্রাফটিং-২) ড. মোহাম্মদ মহিউদ্দীন।  এ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।